খােলা বাজার২৪। রবিবার, ৩ ডিসেম্বর , ২০১৭: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বড় জয় পেয়েছে চেলসি ও লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। আর ব্রাইটন এন্ড হোভ আলবিওনের মাঠে ৫-১ গোলে জিতেছে লিভারপুল।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি শুরুতে পিছিয়ে পড়েছিল। ডোয়াইট গেইল ১২ মিনিটে এগিয়ে দেন অতিথিদের। শঙ্কিত চেলসিকে এরপর স্বস্তিতে ফেরান ইডেন হ্যাজার্ড। বেলজিয়ান তারকার জোড়া গোলে গত ছয় লিগ ম্যাচের পঞ্চম জয় পায় অ্যান্তনিও কন্তের শিষ্যরা।
২১ মিনিটে সমতা ফেরান হ্যাজার্ড। আলভারো মোরাতা ৩৩ মিনিটে ২-১ গোলে এগিয়ে নেন স্বাগতিকদের। হ্যাজার্ড তার দ্বিতীয় গোল করেন পেনাল্টি থেকে ৭৪ মিনিটে।
এই জয়ে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলো চেলসি।
লিভারপুল গোল উৎসব করেছে ব্রাইটনের মাঠেএদিকে রবার্তো ফিরমিনিয়োর জোড়া গোলে ব্রাইটনের মাঠে একপেশে জয় পেয়েছে লিভারপুল। ৩০ মিনিটে এমরে ক্যানের গোলে এগিয়ে যায় তারা। পরের মিনিটে ফিরমিনিয়ো ব্যবধান দ্বিগুণ করেন। বিরতি থেকে ফেরার তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৭ মিনিটে ফিলিপ কৌতিনিয়ো করেন লিভারপুলের চতুর্থ গোল। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে লুইস ডাঙ্কের আত্মঘাতী গোলে দ্য আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে বিশাল জয় নিশ্চিত করে অল রেডরা।
১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে লিভারপুল। তাদের কাছে হারানো জায়গাটি ফিরে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে আর্সেনাল। গোলডটকম