Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ৩ ডিসেম্বর , ২০১৭:  বেগম খা‌লেদা জিয়ার না‌মে গ্রেফতারী প‌রোয়ানা প্রত্যাহা‌রের দাবী জা‌নি‌য়ে ২০ দলীয় জো‌টের শ‌রিক বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান ব‌লে‌ছেন, বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে সরকার গভীর ষড়য‌ন্তে লিপ্ত। একাদশ নির্বাচন নি‌য়ে সরকার প‌রিক‌ল্পিত ভা‌বে ধ্রুমজাল সৃ‌ষ্টি কর‌ছে। জিয়া প‌রিবা‌রের বিরু‌দ্ধে চক্রান্ত ক‌রে লাভ হ‌বে না, জনতার অা‌ন্দোলন সংগ্রা‌মে ষড়যন্ত্র ধু‌লিষাৎ হ‌য়ে যা‌বে। কেননা ‌বেগম খা‌লেদা জিয়া গনতন্ত্র পুনরুদ্ধার সংগ্রা‌মে দেশ‌প্রে‌মিক জাতীয়তাবাদী শ‌ক্তির চেতনার বা‌তিঘর ও জাতীয় ঐক্যের প্র‌তি‌কে প‌রিনত হ‌য়ে‌ছে।
তি‌নি অ‌বিল‌ম্বে প্রশ্ন‌বিদ্ধ সংসদ ভে‌ঙ্গে দি‌য়ে একাদশ নির্বাচন অনুষ্ঠা‌নে নির্দলীয় নির‌পেক্ষ সরকার প্র‌তিষ্ঠার অাহবান জা‌নি‌য়ে ব‌লেন, জনগন ভোটা‌ধিকার ফি‌রি‌য়ে দেন, জনগন তা‌দের ভো‌টের মাধ্য‌মে যে দল‌কে নির্বা‌চিত কর‌বে তারাই দেশ প‌রিচালনা কর‌বে।

তি‌নি অাজ (র‌বিবার) বেলা ১o টায় হো‌টেল মিয়ামী‌তে কু‌মিল্লা জেলা লেবার পা‌র্টি অা‌য়ো‌জিত বেগম খা‌লেদা জিয়ার গ্রেফতারী প‌রোয়ানা প্রত্যাহা‌রের দাবী‌তে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে একথা ব‌লেন।
কু‌মিল্লা জেলা লেবার পা‌র্টির সভাপ‌তি অধ্যাপক অা‌মির উদ্দি‌নের সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান বক্তা ছি‌লেন লেবার পা‌র্টির ভারপ্রাপ্ত মহাস‌চিব ইঞ্জি‌নিয়ার ফ‌রিদ উদ্দিন। বক্তব্য রা‌খেন কেন্দ্রীয়‌নেতা ‌রেজাউল হক, বিএন‌পি নেতা বিল্লাল হো‌সেন, কু‌মিল্লা মহানগর লেবার পা‌র্টির সভাপ‌তি সোলায়মান পা‌টোয়ারী, সাংবা‌দিক জয়নাল অা‌বেদীন, শিক্ষকনেতা শ‌ফিকুল ইসলাম, বু‌ড়িচং উপ‌জেলা সাধারন সম্পাদক খোর‌শেদ অালম, বু‌ড়িচং লেবার পা‌র্টির সমন্বয়কারী মাসুদুর রহমান চৌধুরী, জেলা নেতা সুলতান অাহ‌মেদ, ব্রক্ষনপাড়া সমন্বয়কারী ক‌বির হো‌সেন, ছাত্র‌মিশন সাধারন সম্পাদক সালমান খান বাদশা প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তী)