খােলা বাজার২৪। সোমবার, ৪ ডিসেম্বর , ২০১৭:আগাম বন্যায় নেত্রকোণায় হাওরের চাষীরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঋণ নিয়ে শুরু করেছেন চাষাবাদ। কিন্তু সরকার প্রতিশ্রুত বীজ না পাওয়ায় ক্ষুব্ধা চাষীরা। অভিযোগ, ডিলারদের কাছে অনেক ঘুরেও সাধারণ কৃষক পাননি সরকার বরাদ্দ দেয়া বীজ। সূত্র: যমুনা টিভি
কৃষকরা বলছে, সরকারি কোনো সহযোগিতা পাইনি। বন্যার জন্যও কোনো চাল পাইনি। মেম্বার, চেয়ারম্যানের দুর্নীতির কারণে বেশির ভাগ কৃষক বীজ পাইনি।
আগাম বন্যায় ফসল হানির পর সরকার ডিলারের মাধ্যমে হাওরাঞ্চলে স্বল্পমূল্যে বীজ বিক্রি শুরু করে। কিন্তু সেই বীজ পায়নি বেশির ভাগ কৃষক। ডিলারের কাছে বার বার গেলেও মেলেনি বীজ। বীজ পেলেও দিতে হয়েছে বেশি দাম।
সরকার নির্ধারিত বীজের ডিলার শচীন্দ্র সরকার বলেন, সরকার নির্ধারিত দামেই বীজ দেয়া হয়েছে। এক টাকাও বেশি নেয়া হয়নি।
ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরিতেও জনপ্রতিনিধির নামে আছে দুর্নীতির অভিযোগ। যদিও জনপ্রতিনিধির বলছেন, চাহিদার তুলনায় অনেক কম বীজ বরাদ্দ ছিল তাই সবাইকে দেয়া সম্ভব হয়নি।
নেত্রকোণার কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার বলেন, বীজ সংগ্রহ করা হয়েছে এবং কৃষকদের দেয়ার ক্ষেত্রে সংকট রয়েছে বলে জানা গেছে।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, যদি এ ধরনের অভিযোগ আসে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বছরে মার্চে আগাম বন্যায় নেত্রকোণায় প্রায় দেড় লাখ কৃষকের নষ্ট হয়েছে ৭৪ হাজার হেক্টর জমির বোরো ধান।