খােলা বাজার২৪। মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০১৭:এবারও বিএনপির জন্য নির্বাচনের ট্রেন থেমে থাকবে না বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসারত রোগীদের অবস্থা দেখে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, ‘এবারও আমরা বলছি বিএনপি নির্বাচনে অংশ নেবে এটা আমরা জানি। তারা নির্বাচনে আসবে, তারা আসুক এটাতে আমরা স্বাগত জানাই। কারণ নির্বাচনটা প্রতিদ্বন্দিতাপূর্ণ হোক এটা আমরা চাই।’