খােলা বাজার২৪। মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০১৭: কুমিল্লার বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে শুরুটা ভাল করেন খুলনার দুই উদ্বোধনি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মাইকেল কিংগার। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৭০ রান।
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিন নম্বরে খুলনা টাইটান্স। শীর্ষস্থানটা ভালভাবেই দখল করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাতে ম্যাচও আছে দুটি। আজ হারলেও শীর্ষেই থাকবে তারা। শেষ চারে বাকী তিন দলেরই (ঢাকা, খুলনা, রংপুর) ল্য এখন দুই নম্বর স্থান নিশ্চিত করা। সেই ল্েযই আজ কুমিল্লার বিপে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। সেদিক থেকে কুমিল্লার চেয়ে ম্যাচটি খুলনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে এই দুই দলের প্রথম দেখায় খুলনা টাইটান্সকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার ১১১ রানের জবাবে কুমিল্লা ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। পায় ৯ উইকেটের ব্যবধানে বিশাল জয়।
সেদিনের সুখস্মৃতি অবশ্যই কুমিল্লাকে এগিয়ে রাখবে এই ম্যাচে। তার ওপর পয়েন্ট টেবিলের কারণেও এগিয়ে থাকবে তার। আর খুলনার জন্য প্রতিশোধের ম্যাচ। খুলনার দ্বিতীয় স্থানে যেতে হলে এই ম্যাচ জয়ের কোন বিকল্পও নেই।