খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ এর নিন্দা ক্ষোভ জানিয়েছে।
ট্রাম্পের এ সিদ্ধান্তকে ‘অহেতুক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে সৌদি আরব।
এ বিষয়ে কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরবের রয়েল কোর্ট। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত গভীর হতাশাজনক। সৌদি রয়েল কোট বলেছে, শান্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্র।
উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটা হলো গভীর হতাশার একটি মুহূর্ত। তিনি আরো বলেন, দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই।
শুধু আরব ও মুসলিম দুনিয়াই নয়, যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশও ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে “ঐতিহাসিক দিন” বলে অভিহিত করেছেন।
জেরুজালেম বিতর্কটি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে বড় সমস্যাগুলির মধ্যে একটি।
এদিকে, বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বুধবার এ বিতর্কিত নগরীর বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্টতার ৭০ বছরের অবসান ঘটালেন। তবে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট তার টেলিভিশন ভাষণে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান।