খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: রোহিঙ্গা সংকট সমাধানে বাম দলগুলো চীনের সক্রিয় সাহায্য চেয়েছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চীনা কমিউনিস্ট পার্টির দলের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনের পর তিনি এই কথা জানান। সূত্র: যমুনা টিভি
হাসানুল হক ইনু বলেন, আমাদের যে রোহিঙ্গা সমস্যা রয়েছে তার সমাধান করতে বন্ধু প্রতিবেশী দেশ চীনের সক্রিয় সমর্থন ও জোড়ালো ভূমিকা চান। তিনি আরও বলেন, এই সময় উন্নয়নশীল দেশগুলোর সমাজতান্ত্রিক বৈঠক বলে মন্তব্য করেন তিনি।
চীনা কমিউনিস্ট পার্টির বৈঠকে হাসানুল হক ইনুসহ সাম্যবাদী দলের দীলিপ বড়ুয়াসহ বাম দলের বেশ কয়েকজন নেতাকর্মী বৈঠকে উপস্থিত ছিলেন।