Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: ঘরোয়া লিগে সব মিলিয়ে সময়টা খুব ভালো কাটছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন পর্তুগিজ যুবরাজ। রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে নাম লেখানোর পর এখন শিরোপা জয়ের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো। এখন তার লক্ষ্য, দলকে টানা তৃতীয় শিরোপা এনে দেয়া। এ সম্পর্কে রিয়াল তারকা বলেন, ‘আশা করি, আমরা আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতব। গ্রুপপর্ব পার হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা।’
চলতি মৌসুমে রোনালদোর ঘরোয়া লিগে পারফম্যান্স নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে তিনি দুর্দান্তই কাটাচ্ছেন। রিয়াল তারকা নিজেও মনে করেন, এই প্রতিযোগিতটা উপভোগ করেন বলেই বেশি সাফল্য পান এখানে, ‘এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে খেলতে আমার ভালো লাগে। অবশ্যই এখানে গোল করতেও ভালো লাগে আমার।’ গোল