খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির টেকনোলজির ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বুধবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের অনুসারীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে প্রতিষ্ঠানের ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর ছাত্রীরা হলের সামনে অবস্থান নেয়। এসময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একাংশের নেতা-কর্মীরা ছাত্রীদের বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল বের করে। এক পর্যায়ে তারা ছাত্রীদের উপর হামলা চালালে পাঁচজন ছাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রীরা জানান, আমরা মান সম্মান নিয়ে চলাফেরা করতে পারি না। ওরা আমাদের বাজে কথা বলে। তারা আশাদের ধর্ষণের কথা পর্যন্ত বলে।
আরএমপি (পশ্চিম) উপ-কমিশনার আমির জাফর বলেন, আমরা বিষয়টি যাচাই বাছাই করে দেখছি। পুলিশের কোন ভূমিকা আছে কিনা আমি মনে করি না। তারপরও মেয়েরা যেহেতু বলেছে আমরা তদন্ত করে দেখবো।
বিলুপ্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন তুহিন এবং সহ-সভাপতি মিজান ও ফয়সাল।