খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: কিশোরগঞ্জ প্রতিনিধি নাজিম উদ্দিনঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলাধীন গাড়াগ্রাম ইউনিয়নে ০৬/১২/১৭ইং বুধবার রাত আনুমানিক ০১টার সময় ৫ স্থানে অগ্নিসংযোগ ঘটিয়েছে অজ্ঞাত এক পাগল। পাগলের এমন কর্মকাণ্ডে প্রায় ১২শ মন ধান আগুনে পুড়ে ছাই ।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পাঁচ স্থানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকাবাসী ঐ পাগলকে পুলিশে ধরিয়ে দেয়। প্রাথমিক অবস্থায় ঐ পাগলের কোন নাম ঠিকানা জানা যায়নি। অগ্নিকাণ্ড চলাকালীন রাত ২টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনলেও আজিজার রহমান নামক এক কৃষকের ১৮ বিঘা জমির খরসহ মজুত করা প্রায় ৫শ মন ধান তখনও আগুনে জ্বলছে।
প্রথমে উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম দলিরাম তিন ঘরিয়ায় আজিজার রহমানের খরসহ ধানের পুঞ্জে অগ্নিসংযোগ ঘটায়। তারপর জুম্মাপাড়ায় রশীদের ধানের পুঞ্জে একই ভাবে ৩নং ওয়ার্ডের জয়নাল আবেদীন ও রফিকুল ইসলামের ধানের পুঞ্জে অগ্নিসংযোগ ঘটায়। পরে গাড়াগ্রামে এলাকাবাসীর হাতে ধরা পরে ঐ পাগল। এলাকাবাসী তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঐ পাগলকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ বলেন, পাগলের নাম পাওয়া গেছে কফিল উদ্দিন। তাকে জরুরী ব্যস্থায় কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।