Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: নির্বাচনে আসতে কাউকে সাধাসাধি করা হবে না- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, গণতন্ত্রের স্বার্থেই সকল দলের অংশগ্রহনে নির্বাচনের ব্যবস্থা করা সরকারেই দায়িত্ব।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র বাস্তবায়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী একগুয়েমী নীতির পরিহার করে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের পথ বের করা। শুক্রবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সম্পাদকমন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের কর্মসূচী গ্রহন করা।

কর্মসূচীগুলো হলো : ১১ ডিসেম্বর ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ১২ডিসেম্বর মওলানা ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা, ১৩ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ২৩ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদকমন্ডরীর সদস্য আহসান হাবিব খাজা, রাসেদউদ্দিন ফয়সাল, মো. শহীদুননবী ডাবলু, মো. কামাল ভুইয়া, মো. আনছার রহমান শিকদার, মতিয়ারা চৌধুরী মিনু, উপ-সম্পাদক এখলাস হক, সদস্য এডভোকেট এস.এম. আবদুস সাত্তার, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।