Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭:  গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট একাডেমিক কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এ দিন সকাল ৮টায় আবাসিক হল খুলে দেওয়া হবে।

আগামী ২৭ ডিসেম্বর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিআর্ক প্রোগ্রামের সকল বর্ষের শিক্ষার্থীদের চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে।

রোববার ডুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডুয়েটের পরীক্ষা পেছানোর দাবিতে গত ৩১ অক্টোবর রাতে ক্যাম্পাসে অফিস ও  শিক্ষকদের আবাসিক এলাকায় ভাংচুর করে শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

ওই ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি রিপোর্ট পেশ করলে গত বুধবার ডুয়েটের বোর্ড অফ ডিসিপ্লিনের সভায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও  হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং জরিমানা করা হয়।