খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: গুগলে এ বছর ভারতীয়রা সবচেয়ে বেশি খুঁজেছেন ব্লকবাস্টার সিনেমা বাহুবলি-টু।
ভারতীয় সার্চ ট্রেন্ড বলছে- চলতি বছরে ভারতের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে পরিচালক রাজমৌলি পরিচালিত বাহুবলি-টু ছবিটি। শুধু তাই নয়, বিশ্বব্যাপী টপ টেন-এ জায়গা করে নিয়েছে ছবিটি। সেই তালিকায় ৭ম স্থানে রয়েছে বাহুবলী টু। আর কোন ভারতীয় ছবি এই খাতায় নাম লেখাতে পারেনি।
গুগল সার্চের এই টপ টেন সিনেমার তালিকা ক্রমান্বয়ে তুলে ধরা হলো :-
১) রেজমৌলি পরিচালিত প্রভাস-আনুশকা অভিনীত- বাহুবলী-টু।
২) নিতেশ তিওয়ারি পরিচালিত আমির খান, ফাতিমা সানা শেখ, জায়রা ওয়াসিম অভিনীত- দঙ্গল।
৩) মোহিত সুরি পরিচালিত অর্জুন কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত- হাফ গার্লফ্রেন্ড।
৪) শশাঙ্ক খৈতান পরিচালিত বরুণ ধাওয়ান-আলিয়া ভাট অভিনীত- বদ্রীনাথ কি দুলহানিয়া।
৫) শাব্বির খার পরিচালিত টাইগার শ্রফ, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও নিদ্ধি আগরওয়াল অভিনীত- মুন্না মাইকেল।
৬) অনুরাগ বসু পরিচালিত রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ অভিনীত- জাগ্গা জাসুস।
৭) রাহুল ঢোলাকিয়া পরিচালিত শাহরুখ খান-মাহিরা খান অভিনীত- রইস।
৮) এফ গেরি গেরি পরিচালিত ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম অভিনীত- ফাস্ট এন্ড ফিউরিয়াস-৮।
৯) দিনেশ ভিজান পরিচালিত সুশান্ত সিং রাজপুত-কৃতি শ্যাননও অভিনীত- রাবতা।
১০) সাদ অলিক পরিচালিত আদিত্যা রয় কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত- ওকে জানু।