খােলা বাজার২৪। রবিবার, ১৭ডিসেম্বর, ২০১৭:পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি গির্জায় আত্মঘাতি বোমা ও বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত ও আহত হয়েছে ৪০ জন। নিহতদের মাঝে একজন নিরাপত্তারক্ষী ও হামলাকারীরাও রয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়, কোয়েটার জারগুন রোডে অবস্থিত গির্জায় প্রার্থনা অনুষ্ঠান চলছিল। এ সময় সন্ত্রাসীরা বন্দুক হামলা করে নিরাপত্তারক্ষীকে হত্যা করে ও গির্জায় প্রবেশ করে এলোথাথাড়ি গুলি চালায়।
এদিকে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফরাজ বাগতি জানান, গির্জায় চারজন সন্ত্রাসী আত্মঘাতি বোমা হামলা করে। এ সময় একজন বোমা হামলাকারী আত্মঘাতি হামলা করে নিজেকে উড়িয়ে দেয়। বাকিদের নিরাপত্তারক্ষীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় প্রদেশটির সকল হাসপাতালে ইমার্জেন্সি ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।