খােলা বাজার২৪। সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, এক ইঞ্জিনবিশিষ্ট বিমান সেসনায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে গেলে তা নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ির ওপর ধ্বসে পড়লে বাড়িটিতেও আগুন ধরে যায়।
বিমানে থাকা একটি কুকুরসহ ৩ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। পুলিশ আরো জানায়, বিমানে আরো একটি কুকুর ছিলো যে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় এবং আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি গিয়ে উপস্থিত হয়। কুকুরটির সামান্য আহত হয়েছে, পশু চিকিৎসক তাকে চিকিৎসা দিচ্ছে।
নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, বিমানটি কানসাস শহর থেকে ম্যারিল্যান্ড যাচ্ছিলো। এনডিটিভি