খােলা বাজার২৪। মঙ্গলবার,, ১৯ ডিসেম্বর, ২০১৭: আমার আসলে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে লজ্জা হয়। বর্তমান শিক্ষামন্ত্রী বাম রাজনীতি করে এসেছেন। তার প্রতি আমার কোন শ্রদ্ধাবোধ নেই। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি শিক্ষকদের উপর দায় চাপিয়ে নিজে দায় মুক্ত হতে চাচ্ছেন। তিনিই বাংলাদেশের একমাত্র শিক্ষামন্ত্রী যিনি ১০ বছর যাবৎ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। তিনি যদি শুধু চাইতেন তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন করতে পারতেন বরং তিনি শিক্ষার মান বহু নিচে নিয়ে গেছেন। বর্তমানের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতেই আমার কষ্ট হয়।
রোবিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের একজন নেতা বলছিলেন শিক্ষামন্ত্রীর বিষয়ে কিছু বলার নেই। কেননা তার বিষয়ে কেউ কেউ অন্ধ। মননীয় শিক্ষামন্ত্রী একটি বক্তৃতায় বলেছিলেন, মাদরাসার ছাত্ররা যদি ইঞ্জিনিয়ার হতো তাহলে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করতো না। তিনি আসলে এই কথা বলে কি বুঝাতে চেয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। আমরা শুনে থাকি মানুষের যখন পচন ধরে তখন নাকি মাথা থেকে পচন ধরে। আর যখন মাথায় পচন ধরে তখন নাকি কিছুই করার থাকে না। মন্ত্রীর যে কোথায় পচন ধরেছে সেটা আমরা বুঝতে পারছি না।
শ্যামল দত্ত আরো বলেন, শিক্ষামন্ত্রী সাফল্যের বিষয়ে অনেকে বলেন, তিনি বছরের প্রথম দিন বই দেন। আচ্ছা এটা কি আসলে কোন কাজ? পৃথিবীর অন্য কোন দেশের শিক্ষার্থীরা কি বই পায় না? বছরের প্রথম দিন বই দেওয়া হয় এটা ভালো কথা কিন্তু এই জন্য কি উৎসব করার প্রয়োজন আছে?