খােলা বাজার২৪। মঙ্গলবার,, ১৯ ডিসেম্বর, ২০১৭:ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে এবার আবদুল আউয়াল মিন্টু ও তার ছেলে গতবারের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বাইরে ভাবছে না বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। তবে ২০ দলীয় জোটের শরীকদলগুলোর মধ্যে একমাত্র বিজেপি এই নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য তাদের আগ্রহের কথা ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জানিয়েছেন। দলটির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।
দলটির এক নেতা এ প্রতিবেদককে জানান, উত্তরের মেয়র পদে দলের প্রার্থী এক রকম চূড়ান্তই রয়েছে। সেক্ষেত্রে বিগত মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল এবার দলীয় মনোনয়নের প্রথম দাবিদার। এর পাশাপাশি তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নামও রয়েছে। তিনি বলেন, যদি কোনো কারণে তাবিথ মনোনয়ন না পান সে ক্ষেত্রে তার বাবা আবদুল আউয়াল মিন্টুকে নিয়েও দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু এখানো বেশ কিছু সময় রয়েছে তাই এখনই চূড়ান্তভাবে প্রার্থীর নাম বলা যাবে না।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচন হলে আমরা অংশ গ্রহণ করবো। আমাদের গতবারের প্রার্থীও আছেন। আবার নতুন অনেকেই আগ্রহী আছেন। নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হলে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ডিএনসিসি মেয়র পদে আরো যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) কামরুল ইসলাম ও ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
দলের সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন আবদুল আউয়াল মিন্টু, মেজর (অব.) কামরুল ইসলাম ও আন্দালিব রহমান পার্থ।