Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিস পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর দ্বারা প্রথমত যে শঙ্কা তৈরি হয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের মাঝে যে তিক্ততা রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে। আমার কাছে মনে হয় এটা আগামী দিনের রাজনীতির জন্য খুব একটা সুখকর নয়। যদি এই বিষয়টাকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি। উকিল নোটিস খারাপ কিছু নয় তবে এটা যদি রাজনৈতিকভাবে দেখা হয় তাহলে খুব একটা সুখকর মনে হয় না। কিন্তু আমি বিষয়টিকে একটা ইতিবাচক বিষয় হিসেবেই দেখি।

বুধবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা।

তিনি আরো বলেন, আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ছিলো হচ্ছে, যারা বিরোধী দলে যাবে তাদের বিরুদ্ধে সরকারি দল একের পরে একটা অভিযোগ দিবে এবং বিরোধী দলকে নানাভাবে দমন করার চেষ্টা করবে। কিন্তু আজকে বেগম জিয়ার পক্ষ থেকে নোটিস পাঠিয়ে সেই সংস্কৃতিটা ভেঙ্গে ফেলা হলো। কেননা প্রধামমন্ত্রী সুনির্দিষ্টভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন বিএনপি আজ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলো। তবে প্রধানমন্ত্রী অভিযোগ করার পরে আমরা বিভিন্নভাবে সেটা জানার চেষ্টা করেছি কিন্তু সেটা জানতে পারিনি। এমনকি অনেক বিষয় আমরা খুঁজেও পায়নি। হতে পারে এটা আমাদের ব্যর্থতা।

গোলাম মোর্তোজা আরো বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আর বিএনপি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। এখন কারা সত্য, সেটা অবশ্যই জনগণ জানতে পারবে।