খােলা বাজার২৪। শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭: উবার এবং পাঠাও এর পর এবার গতি অ্যাপস ব্যবহার করে সিএনজি অটোরিকশার সুবিধা নিতে পারবেন যাত্রীরা। গুগল ড্রাইভে ‘গতি ড্রাইভার’ এবং ‘গতি লেটস গো’ নামে পাওয়া যাবে এই অ্যাপস দুটি। নতুন এ অ্যাপস টি ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
রাজধানীর বনানীতে হোটেল সারিনায় বুধবার (২০ ডিসেম্বর) সিএনজি অটো রিকশা অ্যাপসের উদ্বোধন হয়েছে। এতে আরও জানানো হয়, এই অ্যাপসের আওতায় থাকলে রাস্তায় বের হয়ে সিএনজি খুঁজতে হবে না। অ্যাপসে রিকোয়েস্ট দিলেই সিএনজি অটোরিকশাসহ চালক হাজির হবেন। গ্রাহকরা সিএনজিতে উঠে দেখতে পারবেন নির্ধারিত স্থানে যেতে সময় কতক্ষণ লাগবে। তার জন্য ভাড়া কত হতে পারে?
শুধু তাই নয়, ‘গতি লেটস গো’ ছাড়াও উবার, পাঠাওয়ে দূরত্বে ভাড়া কত- তাও এই অ্যাপে দেখা যাবে। স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলেই এ সুযোগ-সুবিধা উপভোগ করা যাবে।