খােলা বাজার২৪। রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭: ইতিহাসের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো হয়ে গেল শনিবার। বার্সার ৩-০ গোলে জেতা এই ম্যাচে মেসির ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি রোনালদো একটি রেকর্ডের কাছ থেকে ফিরেছেন। হয়নি আরো কয়েকটি দলগত রেকর্ড।
১. রিয়ালের বিপক্ষে লা লিগা ও অন্য প্রতিযোগিতা মিলিয়ে মেসির মোট গোল ২৫টি। শুধুমাত্র লা লিগায় রিয়ালের জালে ১৭বার বল জড়িয়েছেন মেসি। রিয়ালের জালে তার মতো এতবার বল জড়াননি লা লিগা ইতিহাসের আর কোন খেলোয়াড়।
২. এল ক্লাসিকোতে গোল করে চলতি লা লিগায় ১৮ গোলের দেখা পেলেন মেসি। তাতে ২০১৭ সালে ৫০তম গোলের মাইলফলক ছুঁয়ে তবেই বছর শেষ করলেন আর্জেন্টাইন ফুটবল তারকা।
৩. এই ক্লাসিকোর আগের দুটি ক্লাসিকোতে জিতেছিল রিয়াল মাদ্রিদ। দুটিই চলতি বছর, স্প্যানিশ সুপার কাপে। ৩-১ ন্যু ক্যাম্পে, অন্যটি ২-০ সান্তিয়াগো বার্নাব্যুতে। সব ধরনের প্রতিযোগিতায় বার্সার বিপক্ষে রিয়াল টানা তিন ম্যাচ জিতেছিল ১৯৭৮ সালে। এবার সেটি করতে পারলো না দলটি।
৪. এর আগে কোচ হিসেবে টানা তিনটি কিংবা তার বেশি ক্লাসিকো জেতার নজির আছে আলফ্রেডো ডি স্টেফানোর। ১৯৮৩ এবং ১৯৯০ সালে। দুবারই চারটি করে ম্যাচে জিতেছিল রিয়াল।
৫. বার্সা এই ম্যাচ হারলে আর্নেস্টো ভালভার্দে হতেন দ্বিতীয় বার্সা কোচ যিনি টানা তিনটি কিংবা তার বেশি এল ক্লাসিকো হারের লজ্জা পেতেন। ১৯৪০ সালে টানা চারটিতে হেরেছিলেন প্যাট্রিক ও’কনেল।
৬. রিয়ালে যোগ দেয়ার পর রোনালদো বার্সার বিপক্ষে ১৭টি গোল করেছেন। আর একটি করলে ডি স্টেফানোকে স্পর্শ করতেন তিনি।
৭. রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। এক ম্যাচ জিতলে তিন পয়েন্ট যোগ হবে, এমন নিয়ম হওয়ার পর থেকে রিয়াল কখনো বার্সার এত পেছনে পড়েনি। চ্যানেল আই