Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭: নড়াইল, প্রতিনিধি : বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দশদিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর চলবে ৪ জানুয়ারি পর্যন্তু। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের শহরের সুলতান মঞ্চে দশ দিনব্যাপী সুলতাম মেলা উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান, জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। দশদিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

দশদিনব্যাপী সুলতান মেলায় রয়েছে চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, লাঠিখেলা, ঘৌড়াগাড়ির দৌড়, হাডুডু, রশি টানাটানি প্রতিযোগিতা, সুলতানের কর্ম ও জীবনীর উপর আলোচনা, সুলতান পদক প্রদান, এছাড়া প্রতিদিন আলোচনাসভা, সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।

প্রসঙ্গত, বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্ম গ্রহণ করেন। কালোর্ত্তীন এ চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটির্ষ্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্টীয় ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।