খােলা বাজার২৪। বুধবার , ২৭ ডিসেম্বর, ২০১৭:রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে আবারো সময় চাইবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এজন্য আইনিভাবে লড়াইয়ের প্রস্ততি নিচ্ছে সমিতির নেতারা। বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান মঙ্গলবার এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও একই কারণে আদালতের কাছ থেকে ২ দফা সময় নিয়েছিলো প্রতিষ্ঠানটি।
২০০৪ সালে উদ্বোধনের পর থেকে ভবনটি পোশাক শিল্প মালিক সমিতির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। ভবনটিতে বিজিএমইএর প্রধান কার্যালয় ছাড়াও আরো ১২ প্রতিষ্ঠান রয়েছে। এ বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলে মন্তব্য করতে রাজি হয়নি। বিজিএমইএর তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভবন ভাঙতে ১ বছর সময় চেয়ে আদালতে আবেদন করলে আদালত ৭ মাসের সময় দেয়। রায় অনুযায়ী ২০১৮ সালের এপ্রিল মাসের ১১ তারিখ ভবন ছেড়ে দিতে হবে বিজিএমইএকে।
এ বিষয়ে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সরকার আমাদেরকে নতুন জমি বরাদ্ধ দেয়ার পরপরই প্লান পাশ নেই। ইতিমধ্যে পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আদালতের দেয়া সময় অনুযায়ী আমাদের হাতে আর মাত্র ৪ মাস সময় রয়েছে। এত অল্প সময়ের মধ্যে একটি নতুন ভবন নির্মান করা সম্ভব না। তাই আমরা আদালতে সময় বাড়ানোর আবেদনের জন্য মানসিকভাবে প্রস্ততি নিচ্ছি।
আদালতে কতদিন সময় চাইবে জানতে চাইলে সিদ্দিকুর বলেন, যেহেতু আরো ৪ মাস সময় আছে তাই এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাজের অগ্রগতির উপর নির্ভর করবে সময় চাওয়ার বিষয়টি। বাংলাদেশের প্রেক্ষাপটে চাইলেই একটি ভবন রাতারাতি নির্মাণ করা সম্ভব হয় না। এই শিল্পের সাথে ৪৫ লাখ লোক প্রত্যক্ষভাবে কাজ করে। এর সাথে দেশের স্বার্থ জড়িত। আমাদের দৃঢ় বিশ্বাস, আদালত আমাদেরকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিবে না। তারা আমাদের বিষয়টি মানবিকতার সাথে দেখবেন।
তিনি আরো বলেন, আমরা এখানে ১৩ বছর যাবত আছি। আমরা এতদিনে যেহেতু কারো ক্ষতি করিনি তাই নতুন ভবনে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সময় দিলেও কোনো ক্ষতি নেই। আমরা বারবার বলে আসছি, আমরা এই ভবন ছেড়ে দিবো। তবে নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত আমরা থাকতে চাই।