খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭: আফগানিস্তানে সেনাঘাঁটির কাছে হামলা চালিয়েছে জঙ্গিরা। এই গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এক আত্মঘাতী জঙ্গি এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।
জানা গেছে, আফগানিস্তানের লস্কর-গাহো এলাকায় আফগান সেনাঘাঁটির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় প্রচুর তালেবান উপস্থিতি রয়েছে বলে সূত্রের খবর। এই প্রথম নয়, লস্কর-গাহোতে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা।
উল্লেখ্য, চলতি মাসেই তালিবান হামলায় এই লস্কর-গাহোতেই ১১ জন আফগান পুলিশের মৃত্যু হয়। গত ১৭ ডিসেম্বর পুলিশ চেক-পয়েন্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন