Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, নরসিংদী প্রতিনিধি মো: রাসেল মিয়াঃ আজ সকালে ৮ টায়  ঢাক-সিলেট মহাসড়কে নরসিংদীর বড়ইতলায় রেকার-লেগুনার সংঘষে এক শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক পথযাত্রী সহ ১০ জন আহত হন। মহাসড়কে বড়ইতলায় এঘটনা ঘটে।

এসময় উত্তেজিত শ্রমিক ওজনতা বেশকটি যাত্রীবাহী বাস,প্রাইভেটকার ভাঙচুর ও রেকারটিতে আগুন ধরিয়ে দেন। প্রত্ত্যক্ষদশীরা জানায় সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল এসময় ঘনকুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সঙ্গে রেকারটির সংঘষ হয়।এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশনিতে যাত্তয়া নরসিংদীর ভেলানগর মহল্লারর রিপন মিয়ার ছেলে জিহাদ১০)ও থার্মেক্স গ্রুপের আদুরি এপারেলেসের সেমপল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত২৮)নিহত হন।

এসময় মৌলভিবাজার যাত্তয়ার পথে বিটিভির গাড়িতে হামলা করে অবরোধকারীরা।গাড়ীতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদও ক্যামেরা পারসন আব্দুল কাদের এবং সংবাদ সংগ্রহের সময় সিএন এন বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকার সহ বেশ কয়েক জন আহত হন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)সৈয়দুজ্জামান জানান দীর্ঘ দুই ঘন্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ওপুলিশ যৌথ সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।।