খােলা বাজার২৪।শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭: ডাচ্-বাংলা ব্যাংক এর প্রাইম কাস্টমারদের জন্য গুলশান সার্কেল-১ শাখা ২৩, গুলশান এভিনিউ, ঢাকায় ভিআইপি ব্যাংকিং সেবা চালু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিন ডিসেম্বর ৩০, ২০১৭ ইং তারিখে ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ- এর শুভ উদ্বোধন করেন।
একজন ভিআইপি গ্রাহককে এই সুবিধা গ্রহণ করার জন্য তার সঞ্চয়ী/ চলতি/ এসএনডি হিসাবে গড়ে ২৫ লাখ টাকা, এফডিআর এর ক্ষেত্রে ৫০ লাখ টাকা অথবা ডাচ্-বাংলা ব্যাংকের সেলারি একাউন্টে ১ লাখ টাকা ব্যালেন্স থাকতে হবে। ভিআইপি ব্যাংকিং এর সম্মানিত গ্রাহকগণ বিমান বন্দরে অবস্থিত বলাকা ভিআইপি লাউঞ্জে যত খুশি তত বার ফ্রি প্রবেশাধিকার এবং বিশেষ আপ্যায়ন (স্ত্রী ও সন্তানসহ) সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া, নগরীর সকল ভিআইপি লাউঞ্জ অথবা দেশজুড়ে অবস্থিত সকল শাখার ব্যবস্থাপকদের বিশেষ ব্যবস্থাপনায় সেবা গ্রহণ, এটিএম থেকে অধিক নগদ উত্তোলন সীমা, অধিকতর রিওয়ার্ড পয়েন্ট অর্জন এবং বিভিন্ন চার্জ ও ফি মওকূফ সুবিধা উপভোগ করতে পারবেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।