Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭:মোঃ আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০১৮-১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে 'দৈনিক নতুন সময়' জেলা প্রতিনিধি এম আর লাবু , বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রসান্ত কুমার দাস সাধারণ সম্পাদক এবং দৈনিক সরেজমিন এর নূর-আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মজিবর রহমান শেখ, কার্য্য নির্বাহি সদস্য রাজিউর রাজু, আমিনুল ইসলাম সহ ১১ জন।

৩০ ডিসেম্বর সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ২ টায় ভোট গ্রহন শেষ হয়।

ঠাকুরগাঁও রিভার ভিউ স্কুলে ডিসি প্রতিনিধি এ্যাড. ফজলে আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাবের সদস্যবর্গের সাথে জেলা সদরের পুলিশ কর্মকর্তা এস আই ফিরোজা আক্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরাও এসময় উপস্থিত ছিলেন।