খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮: নিম্ন অাদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির বিষয়ে শুনানির জন্য বুধবার ৩ জানুয়ারি দিনটি ধার্য করেছেন অাপিল বিভাগ।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় অাবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো.অাবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। অাদালত আগামীকাল সাড়ে এগারটায় এ বিষয়ে শুনানি হবে বলে জানান।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঝুলে থাকার পর গত ১১ ডিসেম্বর নিম্ন অাদালতের বিচারকদের শৃঙ্খলা ও অাচরণ বিধির গেজেট প্রকাশ করেছে সরকার। তবে এই গেজেট দ্বারা নিম্ন অাদালতকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে সরকার, এমন অভিযোগ তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।