খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮: মো: রাসেল মিয়া নরসিংদী প্রতিনিধিঃ সরকার ৩০০% বেতন বৃদ্ধি করেছেন এর পরও বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছে অনেকে,বিষয়টি আমার বুঝে আসে না।“নারী পুরুষ নির্বিশেষ,সমাজসেবায় গড়ব দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে গত ২ জানুয়ারী সার্কিট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস একথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন সদর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ,পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান,অন্তরংগ সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান ভূঞা,রফিকুল ইসলাম,মোহাম্মদ আলী প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন ১৯৭২ সনে সমাজসেবার বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা সেখানে বর্তমান সরকার সমাজ সেবার বাজেট দিয়েছেন ৬০ হাজার কোটি টাকা। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে চলছে। আমাদের দেশের উন্নয়নের জন্য প্রধান মন্ত্রীর নিজস্ব চিন্তা ভাবনায় শত শত প্রকল্প গ্রহন করে দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধান মন্ত্রীর ব্যাপক উদ্যোগের কারনে দেশের সর্বত্র উন্নয়নের ছোয়া লেগেছে। আমরা অচীরেই একটি উন্নয়নশীল দেশে পরিনত হব। আলোচনা সভার পর জাতীর জনক সহ ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ১মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।