Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের দিন বুলেটে পার্বতীপুর উপজেলার যুব জাগপার সাধারণ সম্পাদক মাসুদ রায়হানসহ বিভিন্ন দলের আরো অনেকেই শহীদ হয়েছেন। এইদিন বর্তমান সরকার গণতন্ত্র উপহার দিয়েছে লাশের মিছিল। গণতন্ত্রের জন্য মজলুম মানুষের আর্তনাদ আল্লাহর আরশ কেঁপেছে। কিন্তু তৎকালীন সরকারের বুক কাঁপেনি।

শুক্রবার বিকাল ৪ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেহানা প্রধান বলেন, দিল্লীর নীলনক্সায় পাতানো নির্বাচনে বাংলাদেশ এখন করদ রাজ্যে পরিণত হয়েছে। আজ স্বাধীন দেশে বাংলার মানুষ সিকিম-ভুটানের ভাগ্যকে বরণ করতে হচ্ছে। নানা ষড়যন্ত্রে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা হয়েছে। কারা ৫ জানুয়ারি বাংলাদেশের নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে। সুতরাং গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক জনগণকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন শহীদ মাসুদ রায়হানের রক্ত গণতন্ত্রের মন্ত্র।

তিনি বলেন, জালিমশাহীর ষড়যন্ত্রের খেলা এখনো থেমে নেই। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারা নিক্ষেপ করার ষড়যন্ত্রসহ আরেকটি প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকার পাঁয়তারা চালাচ্ছে। এই জন্য দেশবাসীকে হুশিয়ার থাকতে হবে।

জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের সভাতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপার সহ সভাপতি মাস্টার এম.এ মান্নান, জাগপা নেতা হোসেন মোবারক, নাসির উদ্দিন, এনায়েত আহমেদ হালিম, আশরাফুল ইসলাম হাসু, ইয়াসমিন হোসেন, ছাত্রনেতা আব্দুর রহমান ফারুকী, আমির হোসেন আমু, আহমেদ শফি, সায়েদুজ্জামান রাজ, সাইদ আল বাশার ও রাজন উদ্দিন প্রমুখ।