খােলা বাজার২৪।শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮: ভারতের প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। অভিনয়ের পাশাপাশি বি টাউনের অন্যতম ‘ফ্যাশনিস্তা’ তিনি। মেয়ে আরাধ্যার জন্মের বেশ কয়েক বছর পর আবারো অভিনয়ে পিরেছেন তিনি। ‘হাম দিল দে চুকে সনম’ কিংবা ‘যোধা আকবর’ কিংবা ‘গুরু’, অভিনয়কে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এই সুন্দরী। কিন্তু, এবার এক একটি সিনেমার জন্য ঐশ্বর্য কত করে পারিশ্রমিক নিচ্ছেন জানেন?
বলিউডলাইফ ডট কম-এর খবর অনুযায়ী, এক একটি সিনেমার জন্য ঐশ্বরিয়া নাকি এবার ১০ কোটি করে পারিশ্রমিক চাইছেন। বর্তমানে ‘ফেনী খান’, ‘রাত অউর দিন’-এর রিমেক নিয়ে ব্যস্ত ঐশ্বর্য। সেই সঙ্গে তার হাতে রয়েছে আরও একটি সিনেমা। অনিল, কাপুর, রাজকুমার রাও-এর সঙ্গে এইসব সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রাই সুন্দরীকে। পর পর ৩টি প্রজেক্ট যখন হাতে রয়েছে, সেই সময় হুহু করে পারিশ্রমিক বাড়াতে শুরু করেছেন ঐশ্বর্য রাই বচ্চন।
বলিউডে যখন অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের পারিশ্রমিকের তুলনা করে মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন সোনাম কাপুর, কঙ্গনা রানাওয়াতরা, সেই সময় চুপিসাড়ে কিন্তু নিজের কাজ করে যাচ্ছে ‘বহু’ বচ্চন।