খােলা বাজার২৪। সোমবার,৮ জানুয়ারি, ২০১৮: দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য সোমবার পঞ্চগড় যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শফিকুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শফিকুল করিম জানান, ওবায়দুল কাদের মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার গাড়াতি ছিটমহল (বিলুপ্ত) এবং বোদা উপজেলা সদরের বোদা মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।
বাংলা ট্রিবিউনের সংবাদে জানা গেছে, এর আগে মন্ত্রী সোমবার (৮ জানুয়ারি) বিকেলে বিমানে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। সেখান থেকে সড়কপথে তিনি পঞ্চগড় সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে বুধবার (১০ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ শেষে ঢাকায় ফিরবেন ওবায়দুল কাদের।