Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮: সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জের সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কোটি কোটি টাকা দুবাইতে পাচার করে ব্যবসা করছেন শামীম ওসমান। পুত্রের বিয়েতে ২৬ কোটি টাকা খরচ করেছেন। তিনিইতো পারেন নিজের টাকায় হকারদের পূনর্বাসন করতে। নারায়ণগঞ্জে রাজউকের জায়গা বিক্রি করার সহায়তা করছেন তিনি। রাজউকের জায়গায় হকারদের পূনর্বাসন করুক তিনি। নারায়ণগঞ্জে রাজউকের জায়গা নগরবাসীর। ওই জায়গা বিক্রি করতে দেয়া হবেনা।

সিটি করপোরেশনের দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে নগরীর দেওভোগ এলাকায় জিমখানায় উন্মোক্ত মঞ্চে জনতার মুখোমুখী অনুষ্ঠানে মেয়র আইভী এসব কথা বলেন।

ডা:সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে এক বছরের মধ্যে ৯০ থেকে শত ভাগ ট্যাক্স আদায় করব। বর্তমানে ৩২ শতাংশ ট্যাক্স আদায় হচ্ছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় এক বছরে তিন শ’ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে। নারায়ণগঞ্জে রাজউকের জমি নগরবাসীর স্বার্থে বিক্রি করতে দেয়া হবেনা। ত্বকী হত্যার বিচারের দাবিতে যেভাবে রাস্তায় নেমেছিলাম, প্রয়োজনে রাজউকের জমির জন্য আবার সেভাবে রাস্তায় নামব।

অনুষ্ঠানে শহরের বিশিষ্ট জন, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের কয়েক হাজার নাগরিক উপস্থিত হয়েছিল।