খােলা বাজার২৪। শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮: বৈধপথে বিদেশে যাওয়া অর্থের পরিমাণ বেড়েছে। বিদায়ী ২০১৭ সালেই বেড়েছে ১৫ হাজার ৫৩১ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৮২ টাকা। ২০১৭ সালে বৈধপথে দেশের বাইরে গেছে ১ হাজার ৪২১ কোটি ৬৯ লাখ ২২ হাজার ২০১ ডলার বা ১ লাখ ১৭ হাজার ৭১৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ২৪২ টাকা (প্রতি ডলার ৮২.৮ টাকা ধরে)। আগের বছর ২০১৬ সালে বিদেশে গেছে ১ হাজার ২৩৪ কোটি ১১ লাখ ২৯ হাজার ৭০০ ডলার বা ১ লাখ ২ হাজার ১৮৪ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ১৬০ টাকা। তথ্য অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের।
২০১৭ সালে বিদেশে সবেচেয়ে বেশি গেছে বায়ার্স ক্রেডিট বা রফতানির নির্দেশের বিপরীতে বিদেশি ঋণ ও সুদ বাবদ অর্থ। এ খাতে অর্থ বাইরে গেছে ৩৪ হাজার ৭৭৬ কোটি টাকা। এরপর বিদেশি জাহাজ ভাড়া বাবদ বিদেশে ১৭ হাজার ৩৮৮ কোটি টাকা। দেশে বিদেশি কোম্পানির গ্যাস উত্তোলন, অনুসন্ধানসহ জ্বালানি খাতে বিভিন্ন বিদেশি বিনিয়োগের বিপরীতে সুদ ও অন্যান্য টাকা বাবদ বিদেশে গেছে ৪ হাজার ১৪৪ কোটি টাকা। দেশে আমদানি হওয়া বিভিন্ন পণ্য ও কাঁচামাল আমদানির ফ্রেইট ফরোয়ার্ডিং খরচ বাবদ বিদেশে গেছে ৭৭৮ কোটি টাকা ৩২ লাখ টাকা। সূত্র অনুযায়ী, এগ্রিকালচারাল টেকনিক্যাল সেবা বাবদ বিদেশে গেছে ১ হাজার ৬৪৭ কোটি ৭২ লাখ টাকা।
তথ্য অনুযায়ী বাংলাদেশিদের বিদেশে ভ্রমণ বাবদ দেশের বাইরে গেছে ৮৪৪ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৭০০ টাকা। বিদেশে লেখাপড়া বাবদ দেশের বাইরে গেছে ১ হাজার ৩৩৯ কোটি ১১ লাখ ১২ হাজার ৮৪৪ কোটি টাকা। এবং দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি দক্ষকর্মী কর্মরত আছে তাদের পারিশ্রমিক হিসাবে দেশের বাইরে চলে গেছে ৪৪২ কোটি টাকা। বাকী টাকা গেছে অন্যান্য খাতে।