Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০১৮:ইতোমধ্যে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফলে বাংলাদেশের কাছে এই ম্যাচ স্রেফ একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এতে জয় বা পরাজয়ের তেমন কিছু যায় আসে না টাইগারদের। কিন্তু জিম্বাবুয়ের কাছে এই ম্যাচ বাঁচা মরার লড়াই। ফাইনালে টিকে থাকতে হলে এই ম্যাচ তাদের জন্য খু্বই গুরুত্বপূর্ণ।

ভিন্নমুখী এই সমীকরণে আজ দুপুর ১২টায় মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্টের এই চতুর্থ ম্যাচটি হবে দিবা-রাত্রির ম্যাচ।

জিম্বাবুয়ের জন্য সমীকরণটা একটু বেশি জটিল হয়ে গেছে সর্বশেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায়। বোনাস পয়েন্টসহ দুই ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে পরস্পরের বিপক্ষে পেয়েছে একটি করে জয়ে ৪টি করে পয়েন্ট। এখন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যে কোনো এক দল বাকি দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেলে তারা চলে যাবে ফাইনালে।

কিন্তু দুটি ম্যাচেই বাংলাদেশ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান, দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে রানরেটে। বাংলাদেশ দুই ম্যাচ হারলেও নেট রান রেটে ফাইনালিস্ট নির্ধারণ হবে। তবে কোনো দল বোনাস পয়েন্টসহ জিতলে তারা তখন সরাসরি ফাইনাল খেলবে।