Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০১৮: আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করবে সরকার। প্রতিবছরের মতো বিশ্বের ১৮২টি দেশের সঙ্গে বাংলাদেশেও এ দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য পরিবেশ’। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম।

তিনি বলেন, দিবসটি উপলক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর উন্মোচন ও অবমুক্ত করেন।

কাষ্টমস সূত্র মতে, শুল্কায়ন ব্যবস্থাপনায় ঝুঁকি নিরসনে কাস্টমস প্রশাসন বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আসছে। দেশের সব কয়টি বড় কাস্টমস বন্দরে কন্টেইনার স্ক্যানার ও আর্চওয়ে ডিটেক্টর স্থাপন করা হয়েছে। উদ্দেশ্যে হচ্ছে অবাধ ও নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা।