খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০১৮: পরিবর্তনের হাওয়া বইছে সৌদি মানুষদের মন মগজে। দেশটিতে অর্থনৈতিক সংস্কারসহ সাংস্কৃতির সংস্কারও সমানতালে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরবের ফুটবল স্টেডিয়ামে নারীদের ব্যাপক উপস্থিতির পর এবার সপ্তাহব্যাপী সাংস্কৃতির অনুষ্ঠানে ৫ লাখ মানুষের উপস্থিতিও এ বার্তা দিয়ে যাচ্ছে।
সৌদি আরবের জিদ্দায় অনুষ্ঠিত এ সাংস্কৃতিক মেলার স্লোগান ছিল ‘আমরা কীভাবে আদর্শ হতে পারি’। মেলার আয়োজকরা জানিয়েছেন, সপ্তাহব্যাপী এ মেলায় ৫ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করে। মক্কা মোকাররমার গভর্নটের তত্ত্বাবধানে ও আঞ্চলিক পৌরসভা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলাটি জেদ্দার উপকূলে অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেয় পৌরসভার বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান। মেলায় আগতদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেওয়া হচ্ছে মূল্যবান পুরস্কারও।
মেলায় স্বাস্থ্যমন্ত্রণালয়ও স্টলের আয়োজন করে। যাদের স্লোগান ‘আপনার স্বাস্থ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ’। এর উদ্দেশ্য মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। তারা মেলায় আগত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। মেলায় আসা মানুষদের অনেকেরই তার শরীরের রোগ সম্পর্কে অনবগত ছিলেন। মেলায় বিষয়টি ধরা পড়ে। এ ছাড়াও মেলায় অংশ নেয় ইসলামি স্টলও যারা মানুষকে ইসলাম বিষয়ে প্রশিক্ষণ দেয় ও অস্থায়ী কোর্সের আয়োজন করে। এ ছাড়াও টেকনিক্যাল কলেজ স্টল মেলায় আগতদের জন্য বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের আয়োজন করে। সূত্র: আল আরাবিয়া