Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০১৮: ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর রিসার্চ এন্ড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দু দিনব্যাপী "সুকুক ইসলামিক বন্ড" শীর্ষক প্রশিক্ষন কর্মশালা জানুয়ারী ২১-২২, ২০১৮ইং বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠানে  ই্সলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এবং আইবিসিএফ এর -চেয়ারম্যান আরাস্থু খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান জনাব এ কে এম নুরুল ফজল বুলবুল।

প্রধান অতিথি জনাব আরাস্থু খান তার বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী সুকুক একটি সু প্রসিদ্ধ এবং শরীয়াহ স্বীকৃত ইসলামীক ফাইন্যানসিয়াল সার্টিফিকেট। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এ অবিলম্বে সুকুক ইসলামীক বন্ড চালু করার দরকার। বাংলাদেশে এর প্রবর্তন/ প্রসার ঘটলে সরকার ও ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলো লাভবান হবে।  
        
উক্ত কর্মশালায় সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এবং এক্রিম ব্যাংক লিঃ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আব্দুল আউয়াল সরকার, এক্রিম ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ মুহাম্মদ হায়দার আলী মিঞা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ডঃ মুহাম্মদ আব্দুস সামাদ এবং ইসলামিক ল’রিসার্চ এবং লিগ্যাল এইড সেন্টারের এসিসটেন্ট ডাইরেক্টর ডঃ মুহাম্মদ রুহুল আমীন। কর্মশালায় ১০টি ব্যাংকের ২২ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তা অংশগ্রহন করেন।