খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০১৮: মো: রাসেল মিয়া: গত কাল সোমবার নিজ ভূমে সংবর্ধিত হচ্ছেন, নরসিংদী কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশারফ হোসেন ভূঁইয়া। সম্প্রতি সরকার তাকে জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দেয়ায় নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ (এনসিসিআই) তাকে সন্ধ্যায় সংর্বধনা প্রদান করেন। এ উপলক্ষে সন্ধ্যা ৭ টায় নরসিংদী শিল্পকলা একাডেমীতে এক নাগরিক সংর্বধনা আয়োজন করা হয়েছে। নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট আবদুল আল মামুন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপস্থিত থাকেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: বাইতুল আমি ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দর বিশ্বাস, পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ও নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, মাধবদী পৌর মেয়র হাজ্বী মোশারফ হোসেন প্রধান মানিক, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া, এনসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন, একে ফজলুল হক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আবদুল মান্নান ভূইয়া প্রমুখ।