Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮:  জাতিসংঘের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ফিলিস্তিনের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ আনলো ইসরায়েল। মঙ্গলবার এ অভিযোগের পাশাপাশি সংগঠনটির মানবাধিকার বিষয়ক কমিটি পুনর্গঠনেরও দাবি জানায় দেশটি।

জেনেভায় জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত আভিভা রাজ শেকটার মানবাধিকার কাউন্সিলে বলেন, তার দেশ সবসময়ই মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মানবাধিকার রক্ষা করতে গিয়ে অনেকসময়ই ইসরায়েল নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এমনকি, বিভিন্ন ধর্মীয় উগ্রবাদীদলের হুমকিও মোকাবেলা করতে হয়েছে।

১৯৬৭ সালে সংঘটিত মধ্যপ্রাচ্যযুদ্ধে ইসরায়েলের দখলদারি, সেখানকার ফিলিস্তিনিদের ওপর নির্যাতন এবং ইহুদি বসতিস্থাপনের বিরোধিতা করে এর তীব্র সমালোচনা করে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। একইসাথে, কাউন্সিলের বেশিরভাগ সদস্যদেশই পশ্চিমতীরে ইসরায়েলি বসতিস্থাপনকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে।

রাজ শেকটার বলেন, একটি ‘ভারসাম্যহীন’ সংখ্যক সদস্য স্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে ক্রমাগত ইসরায়েলের সাথে অন্যায় আচরণ করে চলেছে। তাই এটা প্রমাণিত যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল নিজে এবং এতে আলোচিত যত এজেন্ডা সবই ত্রুটিপূর্ণ ।

উল্লেখ্য, গতবছরের জুনে জাতিসংঘ কাউন্সিলের বিরুদ্ধে ইসরায়েল-বিরোধিতার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। রয়টার্স