খােলা বাজার২৪। মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮: বৈদেশিক রপ্তানিকারকদের নিজ বর্জ্যরে দায় নেয়া উচিত বলে খবর প্রকাশ করেছে চীনা গণমাধ্যম পিপলস ডেইলি। এর প্রতিবেদনে বলা হয়, কোন দেশে পণ্য রপ্তানি করার পর ওই দেশের ওপরই রপ্তানিকারক দেশে পণ্যের বর্জ্য ব্যবস্থাপনার ভার ফেলেন। যদিও নিজের বর্জ্য ব্যবস্থাপনার দায় নিজেরই নেয়া উচিত।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য নিজেদের রপ্তানিকৃত বর্জ্যরে ব্যবস্থাপনার ওপর একটি নতুন লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে। চীন তার পরিবেশের স্বার্থে ২৪ প্রকার কঠিন বর্জ্য নিষিদ্ধ করেছে।
এছাড়া প্রযুক্তির সাহায্যে এখন ইউরোপিয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র আবজর্না পুনব্যবহারের মত কাজ করছে। যা অন্যান্য দেশের পক্ষে অসম্ভব কিছুই নয়। প্লাস্টিক, ইলেক্সট্রনিক, মেটাল এবং শক্তি সম্পদের বর্জ্য খুব সহজেই কাজে লাগানো যায়। কিন্তু তা সত্ত্বেও অসচেতনতার কারণে অন্য সব দেশ এই সব বর্জ্যকে ব্যবহার না করে উল্টো পরিবেশ দূষণ বাড়াচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বর্জ্য পুনব্যবহার প্রযুক্তির বাস্তবায়ন ও উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিটি দেশের উচিত নিজেদের রপ্তানিকৃত বর্জ্য নিষ্কাশনের দায়িত্ব নেয়া। পিপলস ডেইলি।