খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: শুরু হয়েছিল ১৯২৯ সালের ১৬ মে হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লজম রুমে। এদিন চালু হয় অস্কার প্রথা। আজ তা শুধু সেলুলয়েডের নয়, বিশ্বের শিল্প-সাহিত্য-সংস্কৃতি ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার।
আগামী ৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে অস্কারের ৯০তম আসর। এরইমধ্যে গত ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেছেন অভিনেত্রী টিফানি হ্যাডিশ ও অভিনেতা অ্যান্ডি সারকিস। এরপর থেকে তালিকা সংশ্লিষ্ট সকলেই যেন অবচেতন মনে শুনছেন সেই পুনঃপুনঃ উচ্চারণ অ্যান্ড দ্য অস্কার গোজ টু …।
আসন্ন আসরে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে নিচের কয়েকজনের নাম ফক্স নিউজে বেশ জোরেসোরে আলোচনায় এসেছে।
তিমোথি ক্যালামেট : তিমোথি ক্যালামেট সর্বকনিষ্ঠ হিসেবে এবার সেরা অভিনেতার পুরষ্কার জিতবেন এমন ধারণা অনেকের। যদিও রেকর্ডটি ১৫ বছর ধরে এডরিয়েন ব্রডির দখলে আছে। সর্বকনিষ্ঠ হিসেবে ব্রডি ২৯ বছর বয়সে সেরা অভিনেতা হিসেবে এই অস্কার জেতেন। যেখানে ক্যালামেটের বয়স এখন ২২।
ইয়ান্স ফোর্ড : সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে এবারের পুরষ্কারটি যেতে পারে ইয়ান্স ফোর্ডের হাতে। ‘স্ট্রং আইল্যান্ড’ নামক এই ডকুমেন্টারি ফোর্ড তার ভাইয়ের খুন হওয়ার ঘটনাকে উপজীব্য করে তৈরি করেছেন।
গ্রিটা গারউইগ : সেরা পরিচালকের পুরষ্কার জিততে পারেন গ্রিটা গারউইগ। ‘লেডি বার্ড’ ছবিটির জন্যে তিনি এবার সেরা পরিচালকের তালিকায় মনোনীত হয়েছেন।
রিচেল মরিসন : সেরা চিত্রগ্রাহকের তালিকায় মনোনীত হয়েছেন রিচেল মরিসন।
কুমাইল নানজিয়ানি : ‘দ্য বিগ সিক’ ছবির চিত্রনাট্যকার কুমাইল নানজিয়ানি এবার সেরা চিত্রনাট্যকারের জন্য মনোনীত হয়েছেন।
জর্ডান পিলে : প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে সেরা পরিচালকের তালিকায় মনোনীত হয়েছেন জর্ডান পিলে। ভূতের ছবি ‘মুনলাইট’-এর পরিচালক হিসেবে তিনি এই তালিকায় স্থান করে নিয়েছেন।
ক্রিস্টোফার প্লামার : সেরা পার্শ্ব অভিনেতার পুরষ্কার জিততে পারেন ক্রিস্টোফার প্লামার। ২০১২ সালে ৮২ বছর বয়সে তিনি সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে অস্কার জেতেন। এবার জিতলে তিনি তার রেকর্ড আরও পাকাপোক্ত করবেন। ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন।