Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: নরসিংদী প্রতিনিধি(তোফাজ্জল হোসেন) দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের জন্য এক প্রস্তুতি সভা গতকাল ২৮ ফেব্রুয়ারী বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপ-পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপ-সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  সূর্য্য কান্ত দাস,জেলা শিক্ষা অফিসার হারুন অর রশীদ সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির,জেলা তথ্য অফিসার নাসিমা আক্তার, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন,অধ্যক্ষ অহিভুষণ চক্রবর্তী,প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হলধর দাস,মোস্তাক আহমেদ ভুইয়া, দৈনিক গ্রামীন দর্পন পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল,নরসিংদী প্রেস ক্লাবের সহ সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

প্রস্তুতি সভায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সরকারী সকল বিভাগের সমন্বয়ে সঠিকভাবে পালন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার অন্যান্য উপজেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।