খােলা বাজার২৪। রবিবার, ১৮ মার্চ ২০১৮ : মো:আরিফুজ্জামান আরিফ (ঠাকুরগাঁও প্রতিনিধি) ।। বরিশালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের(ক্যামারা ম্যান) সাংবাদিক সুমন হাসানের উপর ডিবি পুলিশ কর্তৃক বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার বেলা ১১টায় চৌরাস্তায় ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
প্রায় ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবর রহমান শেখ, সাংবাদিক জসিম উদ্দিন, জাকির মোস্তাফিজ মিলু, বদরুল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান শামীম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামসুজ্জোহা,সময় টিভির জিয়াউল হক বকুল,ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রবিউল এহ্সান রিপন ও কামরুল হাসান, বাংলার আলোর সম্পাদক প্রশান্ত কুমার প্রমুখ।
বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সুমন হাসানের উপর ডিবি পুলিশের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন সাংবাদিকেরা দেশ ও জাতির উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখেন। তাদের উপর হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অচিরেই অপরাধীদের আইনের আওতায় এনে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, মাসুদ হাসানকে কোন অভিযোগ ছাড়াই হ্যান্ডকাফ পড়িয়ে নির্মম নির্যাতন করে ডিবি পুলিশ।