খোলাবাজার২৪ রবিবার,১৫ জুলাই, ২০১৮ঃ সম্প্রতি কণ্ঠশিল্পী আসিফের 'লুকোচুরি' শিরোনামের একটি গানের ভিডিওয়ের শুটিং হয়েছে। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা জামান। ৪ ও ৫ জুলাই ঢাকার অদূরে পুবাইলে গানটির শুটিং শেষ হয়।
আসিফের গাওয়া গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম ব্যানার্জি ও বিক্রম নাগী। গানটির ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে।
এ গানের শুটিং করতে গিয়ে লজ্জা-শরমের মাথা খেয়েছেন আসিফ। এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রচণ্ড পরিশ্রমী মেধাবী সদাহাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কার সাথে অভিনয় করতে গিয়ে লজ্জাশরম কোরবানী দিতে হয়েছে। একটু টিনএজ প্যাটার্নে কাজটা করতে গিয়ে আবারো ফিল্মের ফ্লেভারে চলে গেছি। কোরিওগ্রাফার মনজুর আহমেদ আমাকে দিয়ে যা খুশী তাই করিয়ে নিয়েছে, প্রিয়াঙ্কার সহযোগিতা ভুলে যাবার মতো নয়।
গানটির ভিডিওতে দেখা যাবে, গভীর ঘুমের স্বপ্নে আসে এক ডানাকাটা পরি (প্রিয়াঙ্কা)। পরির সৌন্দর্যে পাগলপারা হয়ে তার পিছু পিছু ছুটে বেড়ান নায়ক (আসিফ)। কল্পনার রাজ্যে চলতে থাকে নাচ-গান-প্রেম-লুকোচুরি। স্বপ্নের প্রেম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায়। কিন্তু এরপরও ডানাকাটা পরি তাকে ঘোরের মধ্যে রাখে।
'লুকোচুরি' গানের ভিডিও ভিডিও পরিচালনা করেছে নিউ ভিশন বিডি ক্রিয়েটিভ টিম।