খোলাবাজার২৪ বৃহস্পতিবার ১৯ জুলাই, ২০১৮ঃ আমি যদি চলেও যাই বিদায় নিয়ে, এই পৃথিবীর কাছ থেকে।রেখা হ্য়তো কখনো কান্না করবে না আমার জন্য। তার জল ধারার একটুও ধার দেবেনা আমাকে। এই জল শুধু তার।
আমার অশ্রুহীন হৃদয়ের কান্নায় তার মন গলে নোনতা পানি হয়ে পড়বে না। স্বার্থপর এ পৃথিবী। হয়ত বিদায় নিব এ পৃথিবী হতে।
আমি জীবনানন্দ হতে চাই না। আমি চাই না তার মত এই নিষ্ঠুর পৃথিবীতে ফিরে আসতে। মানুষের উপর ই যে বর্বরতা গাংচিল শালিক তো কোন ছাড়। হারিয়ে যাব দূর কোন বাস্তবতায়, লীন হয়ে যাব মহাশূণ্যে।এই নিষ্ঠুর পৃথিবীতে তুমি আনন্দে থেকো তোমার মত করে রেখা।