খোলাবাজার২৪ সোমবার ২৩ জুলাই, ২০১৮ , বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্বের নিয়োগবিধি অনুযায়ী পদে নিয়োগ দেয়ার জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন।
সোমবার উপজেলার জেষ্ঠ শিক্ষকরা স্থানীয় সংবাদকর্মীদের লেখুনীর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবী জানান। এতে বলা হয়েছে, বর্তমান নিয়োগবিধি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে শিক্ষাকতা যোগ্যতার পাশাপশি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক/ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। ফলে ওই অভিজ্ঞতা না থাকায় শত শত মেধাবী জেষ্ঠ সহকারী শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের ওই পদে আবেদন করতে পারছেন না। এ কারণে উপজেলার জেষ্ঠ শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের ওই আইন বাতিল করে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পূর্বের নিয়োগবিধি বাস্তবায়ন করার দাবী জানিয়েছেন।
এ বিষয়ে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী সিসিয়র সহকারী শিক্ষক মো.শহিদুল ইসলাম মহিম বলেন, তিনি পূর্বের নিয়োগবিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারলেও নতুন নিয়োগ বিধিতে ওই পদে আবেদন করতে পারছেন না। এর আগে তার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করা থাকলেও নতুন আইন হওয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সে পদে পরীক্ষা নেননি। ফলে তার পদ পাওয়া না পওয়ার বিষয়টি ঝুলে রয়েছে বলেও তিনি জানান।