খোলাবাজার২৪. বৃহস্পতিবার ১৬ আগস্ট ,২০১৮ঃ মো:রাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ আজ বুধবার দুপুরে নরসিংদীতে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন । ১৯৭১ সালের পরাজিত শত্রুরাই ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজারুল ইসলাম হীরু ।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘ঘাতক খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। ৭১ সালের পরাজিত শত্রুরাই প্রতিশোধ নেওয়ার জন্য ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।’নজরুল ইসলাম হীরু বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ওই পরাজিত শত্রুরাই আবার নানাভাবে ষড়যন্ত্র শুরুকরেছে।
তাই আগামীতে ওই পরাজিত শত্রুরা যেন নির্বাচন কোনোভাবেই বানচাল করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে, যানবাহন জ্বালিয়ে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই।’শোক দিবস উপলক্ষে বুধবার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ, মাধবদী শহর আওয়ামী লীগ, নরসিংদী শহর আওয়ামী লীগ এবং নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টিজের উদ্যোগে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।এদিকে মাধবদী ও নরসিংদী পৌর সভায় বঙ্গবন্ধুর মোড়াল উদ্ভোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন— নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদীর পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আলী হোসেন শিশির প্রমুখ।