Wed. Sep 17th, 2025
Advertisements



খোলাবাজার২৪.শনিবার ,০১সেপ্টেম্বর ২০১৮ : ২০১৬ সালের এপ্রিলে নিজের অভিনীত ‘অ্যালোন’ সিনেমার সহশিল্পী করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

সে থেকেই বড় পর্দায় অনুপস্থিত বিপাশা। তবে চলতি বছর ‘থ্রি দেব’ সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন তার স্বামী করণ। চমকপ্রদ তথ্য হচ্ছে করণ ও বিপাশা আবারো পর্দায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন।

‘আদাত’ নামের সিনেমাটি প্রযোজনা করবেন গায়ক মিকা সিং। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর লন্ডনে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। পুরো সিনেমার শুটিং সেখানেই হবে।

এই সিনেমায় বিপাশা লন্ডন পুলিশের সদস্য ও প্রবাসী ব্যবসায়ীর চরিত্রে করণ অভিনয় করবেন।

সূত্র বলেন, বিক্রম ভাটের থ্রিলার গল্পে সিনেমাটি পরিচালনা করবেন ভুসান প্যাটেল। পুরো সিনেমার শুটিং হবে লন্ডনে এবং নভেম্বরের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সাবেক মিস ইন্ডিয়া নাতাশা সূরি ও সাবেক বিগ বস প্রতিযোগী সোনালী রাউটও সিনেমাটিতে অভিনয় করবেন।