খোলা বাজার ২৪. সোমবার ,১০ সেপ্টেম্বর ২০১৮: ঘড়ির কাটায় তখনো ১১ টা বাজেনি। এক এক করে লোকজন এগুচ্ছে জাতীয় প্রেসক্লাবের দিকে, অনেকে আসছেন দলগতভাবে, আবার কেউ কেউ জড়ো হচ্ছেন মিছিল করে। হাতে শোভা পাচ্ছিলো প্ল্যাকাড আর কন্ঠে ছিলো উচ্চকিত স্লোগান, মানবন্ধনের দিকে জনসমাগম যত এগুচ্ছে ততই যেন স্পষ্ট হচ্ছে-‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’সহ নানা স্লোগান। বিএনপি চেয়ারপসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা মানববন্ধনে নিধারিত সময়ের আগেই যেন জনতার ভীড়ে পরিণত হয়েছে জনসমাবেশে। শুধু বিএনপি নেতাকর্মীরা নন, সামিল হয়েছেন সাধারণ জনতাও।
কারান্তরীণ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন সোমবার বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সকাল সাড়ে ১০ টার দিকেই জাতীয় প্রেস ক্লাব এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানববন্ধনের কর্মসূচি হলেও ব্যাপক লোক সমাগমে এটি সমাবেশে পরিণত হয়।
প্রেসক্লাবের সামনে ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার একই দাবিতে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।
ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।