খোলা বাজার ২৪, মঙ্গলবার , ০২ অক্টোবর ২০১৮: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি ইউসিবি’র ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপে’র মাধ্যমে গ্রাহকের ইন্সুরেন্স পেমেন্ট করা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পেমেন্ট ব্যবস্থাকে ডিজিটাইজ করার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিষেবা, ইউপে।
ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ শওকত জামিল এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জালালুল আজিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে ইউসিবি ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড উভয়েই গ্রাহকদের জন্য সুবিধাজনক ডিজিটাল আর্থিক পরিষেবা প্রদান করতে পারবে। উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।